বুধবার অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) বোর্ড অফ ইন্টারমিডিয়েট পরীক্ষার একাদশ এবং দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ হয়েছে। ফল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) নয়জন পড়ুয়া আত্মহত্যা করেছে। আরও দুই ছাত্র আত্মহত্যার চেষ্টা করেছে। বর্তমানে তারা আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় ১০ লাখ পড়ুয়া পরীক্ষায় বসেছিল। একাদশ শ্রেণিতে পাশের হার ছিল ৬১ এবং দ্বাদশ শ্রেণিতে ৭২ শতাংশ। দেখা গিয়েছে, আত্মঘাতী পড়ুয়াদের বেশিরভাগই পরীক্ষায় খুব বাজে ফল করেছে। আত্মঘাতী পড়ুয়াদের সকলেরই বয়স ১৭ থেকে ১৮-র মধ্যে। পরীক্ষায় হতাশজনক ফল করার কারণে তারা সকলেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। সে কারণেই এই মৃত্যুমিছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ঘটনার জেরে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন- কাল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে