আমবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) অন্নমায়া জেলায়। রবিবার রাতে এই দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৫ মহিলা। আহত হয়েছেন আরও ১০ জন। রবিবার রাতে কাডাপা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পুল্লামপেটা মণ্ডলের রেড্ডী চেরুভু কাট্টায় এই ঘটনা ঘটে। কোনমতে রক্ষা পেয়েছেন চালক। তিনি জানিয়েছেন তিরুপতি জেলার এসুকাপল্লি ও আশপাশের গ্রামে আম তুলতে গিয়েছিলেন ২১ জন শ্রমিক। ট্রাকে আম বোঝাই করে রেলওয়ে কোডুরু বাজারে যাওয়ার সময় শ্রমিকরা ট্রাকের উপরে বসে ছিলেন।
আরও পড়ুন-আজ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ডায়মন্ড হারবার
হঠাৎ সামনে থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। নিমেষের মধ্যেই পড়ে গিয়ে আমের স্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। তারা হলেন গজ্জালা দুর্গাইয়া (৩২), গজ্জালা লক্ষ্মী দেবী (৩৬), গাজ্জালা রমনা (৪২), গাজ্জালা শ্রীনু (৩২), রাধা (৩), ভেঙ্কটা সুব্বামা (৩৭), চিত্তেম্মা (২৫) এবং সুব্বা রত্নমা (৪৫)। পরে মুনিচন্দ্র (৩৮) রাজামপেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকিরা এখনও চিকিৎসাধীন। তাঁদের প্রাথমিকভাবে রাজামপেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কাডাপার রিমস-এ স্থানান্তরিত করা হয়।