ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তামিলনাড়ুর ট্রেনে, মৃত একাধিক

Must read

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ট্রেনে। শনিবার ভোরে তামিলনাড়ুর মাদুরাইতে ট্রেনটিতে (Tamil Nadu- Train Fire) আগুন লাগে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে IRCTC-র বিশেষ ট্রেন ভারত গৌরব এক্সপ্রেসে। ট্রেনটি (Tamil Nadu- Train Fire) উত্তরপ্রদেশের লখনউ থেকে রামেশ্বরম যাচ্ছিল। বহু যাত্রী ছিলেন ওই ট্রেনে। ট্রেনটি মাদুরাই স্টেশনের এক কিলোমিটার আগে কারশেডের কাছে ট্রেনটি দাঁড়িয়ে থাকার সময় একটি কামরায় আগুন লাগে। আগুন হু হু করে ছড়িয়ে পড়ে পাশের কামরাতেও। তাতেই মৃত্যু হয় একাধিকের।

আরও পড়ুন-এবার চাঁদে প্রথম মহিলা মহাকাশচারী পাঠাবে নাসা

মৃতদের মধ্যে ৬জন উত্তরপ্রদেশের বাসিন্দা। দক্ষিণ রেলওয়ের তরফে জানানো হয়েছে, ভারত গৌরব এক্সপ্রেসের একটি কোচের যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করছিলেন আর তাতেই ঘটে বিপত্তি। খবর পেয়েই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

Latest article