প্রতিবেদন : মেট্রোর খননকার্যের জেরেই বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। এর আগে তাঁদের প্রাথমিক রিপোর্টেও এই একই দাবি করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। এদিন তাঁরা পুরসভার কাছে তাঁদের চূড়ান্ত রিপোর্ট জমা দিলেন। রিপোর্ট জমা পড়ার কথা জানিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, তাঁদের রিপোর্ট আমরা পেয়েছি। এ নিয়ে আমি কিছু বলব না।
আরও পড়ুন-ধর্মঘটে এখনও অনড় রয়েছেন স্টেশন মাস্টাররা
বিষয়টি নিয়ে ডিজি বিল্ডিং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন। তাঁরা রিপোর্ট খতিয়ে দেখে পুরসভাকে বিস্তারিত জানাবেন। তারপরই আমরা গোটা পরিস্থিতি নিয়ে মেট্রাে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসব এবং পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করব। এদিকে দায়িত্ব পাওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা দুর্গা পিতুরি লেনের ক্ষতিগ্রস্ত ১৮টি বাড়ির ওপর সমীক্ষা চালান। ১৮টি বাড়ির মধ্যে ৯টির অবস্থা বিপজ্জনক বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কলকাতা পুরসভায় জমা পড়া ওই রিপোর্টে বলা হয়েছে, মেট্রোর কাজের জেরে ৪০ মিলিমিটার পর্যন্ত এলাকার মাটি বসে গিয়েছে। মজবুত নির্মাণ হওয়া সত্ত্বেও ১৭০ বছরের পুরনো বাড়িতেও ফাটল ধরেছে বলেই রিপোর্টে দাবি করা হয়েছে। এই অবস্থায় বউবাজারের পরিস্থিতি নিয়ে আরও চাপে পড়ল মেট্রো, সেই সঙ্গে আশঙ্কা বাড়ল বাসিন্দাদের।