মহারাষ্ট্রে আত্মঘাতী পরিবারের ন’জন

Must read

প্রতিবেদন : দিল্লির বুরারি কাণ্ডের প্রতিচ্ছবি এবার মহারাষ্ট্রে (Maharashtra)। রাজ্যের সাংলি জেলায় একই পরিবারের নয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বিষপান করে পরিবারের সকলেই আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, সাংলি (Sangli, Maharashtra) জেলার মহিষাল শহরের একটি বাড়ির নয়জন আত্মহত্যা করছেন। ওই বাড়ির কর্তা পোপাত ইয়ালাপ্পা ভানমোরে (৫২) ছিলেন পেশায় চিকিৎসক। সোমবার দুপুরে পুলিশ ভানমোরের বাড়ি থেকে নয়টি দেহ উদ্ধার করে। জেলা পুলিশ সুপার দীক্ষিত গেদাম জানিয়েছেন, তিনটি দেহ এক জায়গায় পড়ে ছিল। তবে অপর ছ’টি দেহ বাড়ির বিভিন্ন জায়গা থেকে মিলেছে। পোপাত ইয়ালাপ্পা ছাড়াও মৃতদের মধ্যে আছেন সঙ্গীতা ভানমোরে (৪৮), অর্চনা ভানমোরে (৩০), শুভম ভানমোরে (২৮), মনিক ভানমোরে (৪৯), রেখা মানিক ভানমোরে (৪৫), আদিত্য মানিক (১৫), অনিতা মানিক ভানমোরে (২৮) এবং আক্কাতাই ভানমোরে (৭২)। কোলাপুর রেঞ্জের আইজি মনোজকুমার লোহিয়া জানিয়েছেন, মৃতদের শরীরে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। অনুমান করা হচ্ছে, কোনও বিষক্রিয়ার কারণেই পরিবারের সকলের মৃত্যু হয়েছে। যদি বিষক্রিয়ার কারণেই পরিবারের সকলের মৃত্যু হয়ে থাকে তবে কী কারণে তা হল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। কী ধরনের বিষে মৃত্যু হয়েছে তা জানতে দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। লোহিয়া আরও জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হলেও এর পিছনে কোনও চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে কোনও পারিবারিক অশান্তি বা টাকাপয়সা সংক্রান্ত কোনও ঝামেলার কারণে খুন করা হয়েছে কি না তাও তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: অশান্তির মধ্যেই জারি অগ্নিপথ বিজ্ঞপ্তি

Latest article