সংবাদদাতা, ভাঙড় : ওয়াকফ আইন বাতিলের দাবিতে সোমবার উত্তেজনা ছড়ায় ভাঙড়ের শোনপুর বাজার এলাকায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলে পুলিশকেও আক্রমণ করে দুষ্কৃতীরা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পরই কলকাতা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। বিশৃঙ্খলা পাকানোর ঘটনায় জড়িত অভিযোগে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। মঙ্গলবার বারুইপুর মহকুমার আদালতে পেশ করা হয়েছে। মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে। এদিকে, সোমবার সকালের ঘটনার পর শোনপুর বাজার এলাকায় বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। নববর্ষের সকালে খুলেছে দোকানপাট। কলকাতা পুলিশের তরফে গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: নজরদারি বাড়াতে ৩০০ IP ক্যামেরা কলকাতা পুলিশের! কোথায় বসবে