যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন (Haryana Bus Fire)। মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছে কমপক্ষে ২৪ জন। বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহ জেলায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। কিন্তু নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আচমকা আগুন ধরে যায়। স্থানীয়রা চলন্ত বাসে আগুন (Haryana Bus Fire) দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে।
আরও পড়ুন- চারদিন পর চতুর্থ দফার ভোটের হার প্রকাশ কমিশনের, বাংলায় ভোটের হার বেড়েছে
এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যেই বাসটিকে নিয়ে যায় দমকল। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে বাসের এক মহিলা যাত্রীর অভিযোগ, এদিন গাড়িটি বাম্পারে ধাক্কা খাওয়ার কারণে আচমকা আওয়াজ কানে আসে। পরে পোড়া গন্ধ পেয়ে আগুন লাগার ঘটনা নিশ্চিত হয়। এক জন বাইকআরোহী তখন চালককে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন।