পাক থানা দখল করে ৯ পুলিশকে বন্দি

বান্নু পুলিশের মুখপাত্র মহম্মদ নাসিব বলেন, থানার ভিতরে ঢুকে পুলিশের কাছ থেকে অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

Must read

প্রতিবেদন : আফগানিস্তানের পর এবার কি পাকিস্তান দখল করার পরিকল্পনা করছে তালিবান জঙ্গি গোষ্ঠী? রবিবার তালিবান জঙ্গিরা পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি থানার দখল নেয়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ওই থানায় থাকা পুলিশ কর্মীদের বন্দি করেছে তালিবান জঙ্গিরা। এই ঘটনার প্রেক্ষিতেই ওই প্রশ্ন উঠেছে। পাকিস্তান পুলিশ জানিয়েছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গিরা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু ক্যান্টনমেন্টের একটি থানার দখল নিয়েছে। প্রথমে ওই থানার পুলিশ কর্মীদের বন্দি করেছিল জঙ্গিরা। তবে পরে তাঁদের মুক্তি দেওয়া হয়। তবে তালিবান জঙ্গিরা জঙ্গি দমন শাখার বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকে আটকে রেখেছে।

আরও পড়ুন-ঋণের তথ্য মুছে এগিয়ে এসবিআই

বান্নু পুলিশের মুখপাত্র মহম্মদ নাসিব বলেন, থানার ভিতরে ঢুকে পুলিশের কাছ থেকে অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। জঙ্গিদের হাতে জঙ্গি দমন শাখার বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী বন্দি আছেন। তালিবান হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সেনাবাহিনীকে পাঠানো হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। তালিবান জঙ্গিদের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, নয়জন পুলিশ কর্মীকে বন্দি করে রাখা হয়েছে। তালিবান স্পষ্ট জানিয়েছে, আফগানিস্তানে যাওয়ার জন্য তাদের সুরক্ষিত পথ তৈরি করে দিতে হবে। তবেই বন্দিদের মুক্তি দেওয়া হবে। উল্লেখ্য, রবিবার সকালেই দক্ষিণ ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত লাক্কি মারওয়াতের একটি থানায় হামলা চালিয়েছিল তালিবান জঙ্গিরা। ওই হামলায় চার পুলিশ কর্মী প্রাণ হারান। গুরুতর জখম হয়েছেন আরও ৬ জন।

Latest article