মহানগরীতে দিওয়ালি (Diwali) এবং ছটপুজোর সময় রেলযাত্রীদের অস্বাভাবিক ভিড়ের দৃশ্য খুবই স্বাভাবিক। এবার ট্রেন ধরতে গিয়ে পদপিষ্টের ঘটনা ঘটল মুম্বইয়ের বান্দ্রা (Mumbai Bandra) স্টেশনে। বান্দ্রা থেকে গোরক্ষপুর পর্যন্ত ট্রেন নম্বর ২২৯২১, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসেছিল এবং প্রচুর সংখ্যক যাত্রী প্ল্যাটফর্মে জড়ো হয়েছিল। এই দুর্ঘটনার ফলেই ৯ জন রেলযাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি। আজ, রবিবার সকাল ৫টা ৫৬ মিনিট নাগাদ বান্দ্রা-গোরক্ষপুর এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢোকার সময় যাত্রীরা এক সঙ্গে ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন। অনেকেই ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন ও আহত হন। এই ঘটনার বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাসপাতালে ভর্তি আহত রেলযাত্রীরা সকলেই গোরক্ষপুরের বাসিন্দা। তাঁদের মধ্যে সাত জনের অবস্থা স্থিতিশীল তবে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
আরও পড়ুন-৪ নভেম্বর থেকে কলকাতা পুলিশের নেতৃত্বে শুরু হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শিবির
উল্লেখ্য, দিওয়ালি এবং ছটপুজো উপলক্ষে যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ৭০০০টি অতিরিক্ত ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। রেলমন্ত্রী কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন, ১ অক্টোবর থেকে শুরু করে ৩০ নভেম্বর পর্যন্ত এই অতিরিক্ত ৭০০০টি ট্রেন চালানো হবে। এই সময়ে পরিযায়ী শ্রমিকদের ভিড় বেশি থাকে। শুধু তাই নয়, পর্যটকের সংখ্যাও বেশ ভালোই থাকে। সেই চাপ সামলাতেই অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়। গতবছর উৎসবের মরশুমে ৪৪২৯টি স্পেশাল ট্রেন চালিয়েছিল ভারতীয় রেল। সেই সংখ্যা বেড়ে এবার ৬০ শতাংশ বেশি স্পেশাল ট্রেন নামানো হয়েছে। তারপরেও যেমন ঘটনা রীতিমত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।