বিধায়কের দূরদৃষ্টি, চারিদিকে জল, তবু নির্বিঘ্নে প্রসব ৯ প্রসূতির

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, উদয়নারায়ণপুর: চারিদিকে জল। কোথাও এক কোমর, কোথাও একগলা। এরই মধ্যে মানবিক বিধায়কের দূরদৃষ্টির পরিচয় পেলেন উদয়নারায়ণপুরের মানুষ। বিধায়ক সমীর পাঁজার উদ্যোগে জলভাসি হওয়ার আগেই আসন্নপ্রসবা গৃহবধূদের হাসপাতালে তুলে আনা হয়। জলমগ্ন অবস্থায় প্রসববেদনা শুরু হলে, তাঁদের যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্যেই বিধায়কের এই উদ্যোগ। ডিভিসির ছাড়া জলে শুক্রবার ভোরেই জলভাসি হয়ে পড়ে উদয়নারায়ণপুর। তার আগের দিনই বিধায়ক বিডিও প্রবীরকুমার সিট ও ব্লক স্বাস্থ্য আধিকারিক সাদেক আলিকে সাতদিনের মধ্যে প্রসব সম্ভাবনা রয়েছে, এমন প্রসূতিদের নামের তালিকা তৈরি করে দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেন।

আরও পড়ুন : উদয়নের বিরুদ্ধে প্রার্থী, খুঁজে পাচ্ছে না বিজেপি

বিধায়কের নির্দেশে আশাকর্মী ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় বৃহস্পতিবার রাতের মধ্যেই উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নজন প্রসূতিকে ভর্তি করা হয়। হাসপাতালের সুপার কৌশিক সাউ জানান, ‘নজনের মধ্যে শুক্রবারই পাঁচজন সন্তান প্রসব করেছেন। অনেকেরই কিছু না কিছু সমস্যা ছিল। ঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসায় তাঁরা সবাই নির্বিঘ্নে প্রসব করেছেন।’ সমীর পাঁজা বলেন, ‘দু মাস আগের বন্যায় দেখেছিলাম প্রসূতিদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। জলভাসি অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়াই ছিল দুরূহ কাজ। এবার যাতে সেরকম পরিস্থিতি তৈরি না হয়, তাই আগাম তাঁদের হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করি।’ এদিকে রাস্তাঘাট, বাড়িঘর সবই যখন জলের তলায় এই অবস্থাতেও বিধায়কের মানবিক উদ্যোগে সুষ্ঠুভাবে সন্তান প্রসব করতে পেরে বেজায় খুশি গৃহবধূরা। সদ্যোজাতকে কোলে নিয়ে তাঁরা বিধায়ককে সাধুবাদ জানিয়েছেন।

Latest article