চুল্লি থেকে লোহা বেরিয়ে বড়জোড়ায় ঝলসে গেলেন ৯ শ্রমিক

প্রসঙ্গত, গত বছর কর্ণাটকে একটা মেশিনের একাংশ ভেঙে পড়ে চাপা পড়ে গিয়েছিলেন শ্রমিকরা। আটজন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

Must read

বাঁকুড়ার (Bankura) বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় গলে যাওয়া লোহায় ঝলসে গেলেন ৯জন শ্রমিক। অগ্নিদগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয় হয়েছে। তাদের মধ্যে ৮জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, গলিত লোহা উপচে তাদের শরীরের উপর পড়ে যায়। কিছু বোঝার আগেই লোহায় ঝলসে যায় তাদের শরীর। ফেরো অ্যালয় কারখানার এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কীভাবে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে শ্রমিকের শরীরে পড়ল সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখনও কিছু জানা যায় নি তবে শ্রমিকরা কিছুটা সুস্থ হলেই এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কারখানায় যেকোন রকম দুর্ঘটনা এড়াতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল ও সেই ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-মোদীরাজ্যে বহুতল ভাঙার ঘটনায় মৃত বেড়ে ৭, আটকে বহু

প্রসঙ্গত, গত বছর কর্ণাটকে একটা মেশিনের একাংশ ভেঙে পড়ে চাপা পড়ে গিয়েছিলেন শ্রমিকরা। আটজন শ্রমিকের মৃত্যু হয়েছিল। কর্ণাটকের একটি গোডাউনে ১০০ টন ভুট্টার দানার নীচে চাপা পড়ে গিয়েছিলেন শ্রমিকরা।

 

Latest article