১০টি গাড়িতে টানা ৯০ দিনের ভ্রাম্যমাণ চিকিৎসা-পরিষেবা শুরু হচ্ছে জেলা জুড়ে

Must read

সংবাদদাতা, তমলুক : বিভিন্ন জেলায় ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের কাছে এই পরিষেবা আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে। এবার পূর্ব মেদিনীপুরেও (Purba Medinipur) চালু হতে চলেছে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। শুক্রবার, ২১ নভেম্বর থেকে টানা ৯০দিন চলবে এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা। এর জন্য আনা হবে ১০টি গাড়ি। সেই গাড়িতেই থাকবে যাবতীয় চিকিৎসা সরঞ্জাম। সেগুলি একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১০টি গাড়ির মধ্যে ৮টি তমলুক স্বাস্থ্য জেলার বিভিন্ন এলাকা ঘুরে এই পরিষেবা দেবে। বাকি দুটি গাড়ি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় পরিষেবা দেবে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ এই পরিষেবা নিয়ে জেলার দুই মুখ্য স্বাস্থ্য আধিকারিকই তাঁদের দফতরের কর্তাব্যক্তিদের নিয়ে প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছেন। কোন কোন চিকিৎসক কবে কোন গাড়ির সঙ্গে থাকবেন তার তালিকাও তৈরি হয়ে গিয়েছে। তাঁদের পাশাপাশি ওই সব গাড়িতে থাকবেন নার্সেরাও। চিকিৎসকদের পরামর্শমতো চটজলদি নানা ধরনের পরীক্ষানিরীক্ষারও ব্যবস্থা থাকবে গাড়িগুলিতে। সপ্তাহে ৬দিন মিলবে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। প্রতিটি বিধানসভা ধরে এক একটি গাড়ি এলাকার এক একটি পঞ্চায়েত এলাকায় পৌঁছে যাবে। ৯০ দিনের মধ্যে জেলার সব পঞ্চায়েত এলাকায় ঘুরবে এই গাড়িগুলি। এই নিয়ে গত মঙ্গলবার তমলুক স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় চিকিৎসকদের নিয়ে বিশেষ বৈঠক করেন। কীভাবে সাধারণ মানুষকে ভালভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত দেওয়ানও এই নিয়ে প্রস্তুতি সেরে ফেলেছেন। দুই মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার জন্য দুটি এবং তমলুক স্বাস্থ্য জেলার জন্য ৮টি গাড়ি আসছে। গাড়িগুলি প্রত্যন্ত গ্রামে গিয়ে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা-সহ সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে।

আরও পড়ুন- ফের ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের পুলিশি অত্যাচার

Latest article