টেক্সাসে হনুমানের ৯০ ফুট মূর্তি

লঙ্কাকাণ্ডের পর রাম ও সীতার জীবনে ভগবান হনুমানের ভূমিকা বিবেচনা করে এই মূর্তিটির নামকরণ করা হয়েছে 'স্ট্যাচু অফ ইউনিয়ন'।

Must read

রবিবার আমেরিকার টেক্সাসের (Texas) হিউস্টনে ভগবান হনুমানের একটি ৯০ ফুট লম্বা মূর্তি উন্মোচন করা হয়েছে। জানা যাচ্ছে, এটি আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি। লঙ্কাকাণ্ডের পর রাম ও সীতার জীবনে ভগবান হনুমানের ভূমিকা বিবেচনা করে এই মূর্তিটির নামকরণ করা হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’। টেক্সাসের সুগার ল্যান্ড এলাকায় শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরের প্রাঙ্গণে এই মূর্তিটি রাখা হয়েছে। হনুমানের মূর্তি মন্দিরে স্থাপন করার পিছনে চিন্নাজিয়ার স্বামীজির অপরিসীম ভূমিকা রয়েছে। টেক্সাসে মূর্তিটি ভগবান হনুমানের শীর্ষ ১০টি উচ্চতম মূর্তিগুলির মধ্যে একটি।

আরও পড়ুন-বাড়িতে ঢুকে আরজেডি নেতাকে গুলিতে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা

এদিন ভগবান হনুমানের মূর্তি উন্মোচন করে হেলিকপ্টার থেকে মূর্তির ওপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন একটি বিবৃতিতে জানিয়েছে ভগবান হনুমান ভগবান রামের সেবার সময় শক্তি, সাহস এবং বুদ্ধিমত্তা প্রদর্শন করেন। তাঁদের মধ্যে বন্ধুত্ব গভীর এবং রামের প্রতি গভীর ভক্তি রয়েছে হনুমানজির। এই সমস্ত বিষয় মাথায় রেখে এই প্রতিষ্ঠানটিকে আধ্যাত্মিকতার কেন্দ্রে পরিণত করার চেষ্টা করা হয়েছে।

Latest article