প্রতিবেদন : ট্রেন হাইজ্যাকের পরে এবারে পাকিস্তানি (Pakistan) সেনার কনভয়ে মারাত্মক হামলা চালাল বালুচ বিদ্রোহীরা। রবিবার বিস্ফোরক-বোঝাই গাড়ি নিয়ে কনভয়ের একটি বাসে ধাক্কা মারে বিদ্রোহীরা। আর একটি বাসকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে। বালুচ বিদ্রোহীদের হাতে খতম হয়েছে সবমিলিয়ে প্রায় ৯০ পাকিস্তানি সেনা। বিদ্রোহীদের দাবি অন্তত সেটাই। ঘটনার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। আত্মঘাতী হামলা। রবিবার কোয়েটা থেকে তাফতান যাচ্ছিল সেনাবাহিনীর কনভয়। হামলা হয়েছে সেই কনভয় লক্ষ্য করে। পাক সেনার পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, এদিনের হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। জখম প্রায় ২১। শুধু রবিবারই নয়, শনিবারও তুরবত শহরে সেনার কনভয়ে আইডি বিস্ফোরণ ঘটানো হয়। জখম হয় কয়েকজন জওয়ান। হাসপাতালে প্রত্যেকের অবস্থাই অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গিয়েছে। বালুচ বিদ্রোহীরা অবশ্য এই হামলার দায় স্বীকার করেনি। লক্ষণীয়, ট্রেন অপহরণের পরেই বালুচ বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছিল, পাক সেনা তাদের উপরে হামলা চালালে তারাও এবার টার্গেট করবে ইসলামাবাদকে।
আরও পড়ুন-সুস্থ, বাড়ি ফিরলেন সুরকার রহমান
ঠিক কী হয়েছিল ঘটনাটা? বালুচ বিদ্রোহীরাই বিবৃতি দিয়ে জানিয়েছে বিস্তারিতভাবে। নোশকির আরসিডি জাতীয় সড়কে রাখশান কারখানার কাছে পাকিস্তানি সেনার কনভয় লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মির ফিদায়েঁ বিভাগ মজিদ ব্রিগেড। কনভয়ের মোট ৮টি বাসের মধ্যে একটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। কয়েক মুহূর্তের মধ্যেই পাকিস্তানি সেনার আরও একটি বাসকে ঘিরে ফেলে বালুচ বিদ্রোহীরা। গ্রেনেড ছুঁড়ে গুলি করে মারে বাসের আরোহী সব পাক সেনাকে। যতদিন যাচ্ছে নিজেদের লক্ষ্যের দিকে এগতে ততই বেপরোয়া হয়ে উঠছে বালুচ বিদ্রোহীরা। গত মঙ্গলবারই বালুচিস্তানের বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালুচ বিদ্রোহীরা। বিদ্রোহীদের দাবি, মৃত্যু হয়েছে ৩০ পাক সেনার।