প্রতিবেদন :গুজরাত দাঙ্গার পরিপ্রেক্ষিতে জাকিয়া জাফরি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুললেন দেশের ৯২ জন প্রাক্তন আমলা। ওই আমলারা শীর্ষ আদালতের সামনে প্রশ্ন রেখেছেন, যে মানুষ বিচার চাইছেন তাঁকেই জেলে আটকে রাখা কি ঠিক? আদালতে যাওয়ার কারণে কি বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করা যায়? আদালত কি মনে করে তদন্তকারী সংস্থার সিদ্ধান্ত সবকিছুর ঊর্ধ্বে? চিঠিতে আমলারা শীর্ষ আদালতকে অনুরোধ করেছেন, সংশ্লিষ্ট রায় প্রত্যাহার করতে।
আরও পড়ুন-সিবিআইয়ের জালে
এ প্রসঙ্গে তাঁরা বলেছেন, ২০০২ সালে গুজরাত দাঙ্গার তদন্তে আদালত মেনে নিয়েছিল যে, তদন্তকারী সংস্থা যথাযথ তদন্ত করেনি। তার পরেও কীভাবে এ ধরনের নির্দেশ জারি করা হল? উল্লেখ্য, গুজরাত দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সাংসদ এহসান জাফরি। কিন্তু ওই দাঙ্গা মামলায় সিট তার তদন্তে নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছিল। সিটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন জাকিয়া জাফরি। কিন্তু সুপ্রিম কোর্ট জাকিয়ার আবেদন খারিজ করে দেয়। পাশাপাশি মানবাধিকার কর্মী তিস্তা শীতলাবাদের ভূমিকারও নিন্দা করে। শীর্ষ আদালতের সেই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি সরকার জেলে পুরেছে জাকিয়া জাফরির হয়ে মামলা করা তিস্তাকে।