জাতীয়

স্ত্রীকে উপহার দিতে স্বর্ণবিপণিতে ৯৩ বছরের বৃদ্ধ, মঙ্গলসূত্রের দাম নিলেন না মুগ্ধ দোকানি

প্রতিবেদন: তাঁদের অমর প্রেমকে সম্মান জানালেন স্বর্ণবিপণির মালিকও। কার্যত বিনামূল্যে একটি সোনার মঙ্গলসূত্র তুলে দিলেন ৯৩ বছরের বৃদ্ধের হাতে। যিনি তাঁর প্রৌঢ়া স্ত্রীকে একটি মঙ্গলসূত্র উপহার দেওয়ার ইচ্ছে নিয়ে এসেছিলেন ওই স্বর্ণবিপণিটিতে। মহারাষ্ট্রের এই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে রীতিমতো ভাইরাল।
বয়স বাড়লেও পরস্পরের প্রতি ভালবাসা ও নির্ভরতা এতটুকু কমেনি ওদের। বরং আমৃত্যু যৌথযাপনকে স্মরণীয় করে রাখতে নবতিপর বৃদ্ধ উপহার দিতে চান স্ত্রীকে। দাম্পত্যে দূরত্ব আর বিবাহবিচ্ছেদের অস্থির সময়ে অন্যরকম ইতিবাচক এই ছবি উঠে এল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থল মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর। সেখানকার এক সোনার দোকানে বৃদ্ধা সহধর্মিণীকে নিয়ে অশক্ত শরীরে প্রবেশ করতে দেখা যায় ৯৩ বছরের এক বৃদ্ধকে। তাঁর উদ্দেশ্য ছিল স্ত্রীকে একটি সোনার মঙ্গলসূত্র কিনে উপহার দেবেন। এরপর যা হল, সত্যিই অবিশ্বাস্য।

আরও পড়ুন-ইরানে পালাবদলে সায় নেই পুতিনের

নবতিপর মারাঠি বৃদ্ধের নাম নিভৃত্তি শিন্ডে। স্ত্রী, শান্তাবাই। সাদা ধুতি-পাঞ্জাবি ও মাথায় গান্ধী টুপি পরে বৃদ্ধ দম্পতি স্বর্ণালঙ্কারের দোকানে গিয়ে মঙ্গলসূত্র দেখতে শুরু করেন। দোকানি তাঁদের বাজেট জানতে চাইলে স্ত্রী শান্তাবাই ১,১২০ টাকা বের করেন। বিক্রেতা প্রথমে ভেবেছিলেন বোধহয় দম্পতি আর্থিক সাহায্য চাইতে এসেছেন। কিন্তু ৯৩ বছরের নিভৃত্তি আন্তরিকভাবে জানান, স্ত্রীকে ভালবাসার উপহার হিসেবে একটি মঙ্গলসূত্র দেওয়ার খুব ইচ্ছে তাঁর। সেটাই কিনতে এসেছেন। তাঁর কথায়, সন্তান দেখে না। শেষ বয়সে স্ত্রীই ভরসা। এভাবে হাতে-হাত ধরে বাকি জীবনটা তাঁরা একসঙ্গে কাটাতে চান। বৃদ্ধের সরল মন্তব্যে অভিভূত হয়ে যান দোকানদার। খানিকক্ষণ পর মজা করার জন্য বলেন, ‘‘এত টাকা’’! এতে বৃদ্ধ খানিকটা হকচকিয়ে পকেট থেকে কিছু খুচরো টাকা বের করার পর দোকানি হেসে পুরো টাকাটাই তাঁদের ফেরত দিয়ে দেন। জালনা জেলার আমভোরা জাহাগির গ্রামের বাসিন্দা বৃদ্ধ দম্পতির পরস্পরের প্রতি নির্ভরতা আর ভালবাসায় মুগ্ধ হয়ে দোকানের মালিক প্রতীকী ২০ টাকার বিনিময়ে মঙ্গলসূত্রটি তাঁদের দিয়ে দেন। প্রায় ৩০ হাজারি মঙ্গলসূত্র দেওয়ার সেই দৃশ্য দেখে মুগ্ধ নেটদুনিয়াও।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

47 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago