প্রতিবেদন : ফের ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে ৭.১ মাত্রায় কেঁপে উঠেছে নেপাল-তিব্বত সীমান্ত (Tibet earthquake 2025)। তার জেরে ইতিমধ্যেই ৯৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় ১৩০ জনকে। ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লক্ষ বাড়ি। ৭.১ মাত্রায় কম্পনের পর তিব্বতে আরও ৪০ বার আফটার শক হয়। যার প্রভাব পড়ে নেপাল, ভুটান এবং ভারতেও। ভূমিকম্পের (Tibet earthquake 2025) উৎসস্থল তিব্বতের তিংরি প্রদেশে। এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসাবে দেখা হয়। মঙ্গলবার সকাল ৬-৩৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। কম্পনের প্রভাব পড়ে দিল্লি, বিহার-সহ উত্তর ভারতের বিরাট অংশে।
আরও পড়ুন- সেবাশ্রয়ের নজিরবিহীন সাফল্য, ৫ দিনে পরিষেবা পেলেন ৫৮ হাজার