সপ্তম দফায় নয় কেন্দ্রে ৯৬৭ কোম্পানি, সর্বাধিক বারুইপুরে

সপ্তম তথা অর্থাৎ দফার ভোটের (Vote) জন্য বসিরহাট (Basirhat) সহ রাজ্যের ৯টি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা করা হয়ে

Must read

সপ্তম তথা অর্থাৎ দফার ভোটের (Vote) জন্য বসিরহাট (Basirhat) সহ রাজ্যের ৯টি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার রাজ্যে নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক, বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের কর্তারা বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নয় কেন্দ্রে ৯৬৭ কোম্পানি অর্থাৎ ৭৭ হাজারেরও বেশি আধা সেনা মোতায়েন করা হবে।

আরও পড়ুন-বয়স ৩ মাস, মুম্বইয়ে আরব সাগরের নীচে টানেলে ফুটো

কলকাতা পুলিশ নিয়ন্ত্রিত এলাকায় ২৪৬ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হচ্ছে। এছাড়া প্রায় সাড়ে ১১ হাজার কলকাতা পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি, ৫৯৯টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) টহল দেবে। নয় কেন্দ্রে মোট কিউআরটির সংখ্যা হল ১৯৫০। বারুইপুর পুলিশ জেলা: ১৬০ কোম্পানি আধা সেনা এবং প্রায় সাড়ে চার হাজার রাজ্য পুলিশ।

আরও পড়ুন-বিধ্বংসী আগুনে পুড়ল রাবার কারখানা

বসিরহাট ও সন্দেশখালিতে থাকছে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তিন হাজারেরও বেশি রাজ্য পুলিশ। ডায়মন্ড হারবারে থাকছে ১১০ কোম্পানি আধা সেনা এবং প্রায় চার হাজার রাজ্য পুলিশ। সুন্দরবন পুলিশ জেলায় ১১৪ কোম্পানি আধা সেনা এবং তিন হাজারের বেশি রাজ্য পুলিশ থাকবে। বারাকপুর ও বারাসত পুলিশ জেলায় ৮১ কোম্পানি করে বাহিনী,বিধাননগর পুলিশ কমিশনারেট রাখবে ৫৯ কোম্পানি বাহিনী। শুধু তাই নয়, প্রতিটা বুথে থাকছে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা। দিল্লির নির্বাচন কমিশনের দফতর থেকে এর মাধ্যমে নজরদারি চলবে। শেষ দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কোন খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন।

 

Latest article