রবিবার ৯৮ লোকাল ট্রেন বাতিল শিয়ালদায়, বিপর্যয় হাওড়াতেও

কিন্তু তারপরও পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। সামনেই জামাই ষষ্ঠী আর এই সময় ট্রেনের সমস্যায় চিন্তার ভাঁজ সকলের কপালেই।

Must read

শুক্রবার ও শনিবার ট্রেন বন্ধের জেরে নাজেহাল যাত্রীরা। স্বস্তি নেই। ফের আজ, রবিবার বাতিল হল বেশ কয়েকটি ট্রেন। শিয়ালদায় প্ল্যাটফর্মের (Sealdah Platform) সম্প্রসারণের কাজের জন্য রবিবার ৯৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে বলে খবর। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে রবিবার দুপুর দুটো পর্যন্ত কাজ চলবে। কিন্তু তারপরও পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। সামনেই জামাই ষষ্ঠী আর এই সময় ট্রেনের সমস্যায় চিন্তার ভাঁজ সকলের কপালেই। রবিবার যেহেতু কম সংখ্যক ট্রেন চলে সেই অবস্থায় আরো ট্রেন বাতিল যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। সূত্রের খবর, কৃষ্ণনগর লোকাল প্রায় এক ঘণ্টা দেরিতে চলছে।

আরও পড়ুন-নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে প্রতিবাদের ঝড় নানা মহলে, সরব চিকিৎসকরাও,সিবিআই তদন্ত দাবি

শুক্রবারের পর শনিবারও শিয়ালদহ ডিভিশনে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন যাত্রীরা। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে আর কোনও বিকল্প পরিকল্পনা ছাড়াই শিয়ালদহ মেইন ও উত্তর শাখায় শতাধিক লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে শুক্রবার থেকেই চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। শনিবার সকাল থেকেই ট্রেনের অভাবে শিয়ালদহ ও দমদম স্টেশনে ছিল প্রচন্ড ভিড়। বেলা বাড়তে প্ল্যাটফর্ম চত্বর ভয়ানক দৃশ্য দেখেছে। যে কয়েকটি ট্রেনগুলি চলছিল সেগুলিকেও দমদম স্টেশন কিংবা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত করে দেওয়া হয়েছে। দমদম স্টেশনে উপচে পড়া ভিড়। প্রাণ হাতে নিয়ে ট্রেনে উঠতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

Latest article