দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-শেয়ার কেলেঙ্কারির তদন্তের দাবি, সেবির দফতরে প্রতিবাদে তৃণমূল, সঙ্গে দুই দলও

কথা উপোসী

কথা উপোসী
রৌদ্র বাতাসী
তপ্ত দগ্ধ প্রহর
স্তব্ধ কথা বহর
এটাই ছিল উত্তর।
এটা ছিল পাহাড় সফর।
এসে পৌঁছোলাম ডামডিং
দেখলাম মেঘ climbing,
অঝোরে এলো বৃষ্টি
প্রকৃতি সবলে সৃষ্টি,
বৃষ্টির শব্দে শব্দ গুঞ্জরী
রাস্তায় ধুলোয় ধূলিসুন্দরী
পাতায় পাতায় বাতাস সঞ্চারী
বৃষ্টি বাতাসে ধারাস্নান করি।
জলপাইগুড়ি জলে থই থই
তিস্তা ভাসায়—ভাষা কই?
ভিজছে সবুজ ভিজছে রাস্তা।

থামবে কখন জননী তিস্তা?
একটু থামো একটু বোসো
জল ধরো—একটু হাসো।
কখনও রৌদ্র কখনও বৃষ্টি
কখনও মেঘ আবার মিষ্টি।
কখনও আকাশে মেলে ছাতা
মানুষের আশ্রয় প্রকৃতি মাতা,
কখনও ঠান্ডা কখনও গরম
কখনও রুক্ষ কখনও নরম
কখনও উদাসী কখনও সাহসী
কখনও সবুজ কখনও রূপসী।
চেহারায় সব অদ্ভুত জাদু
শুভ্র জোছনা—শান্ত সাধু।
বাক্যালাপে শান্ত মধু
রূপসী বাংলা সুন্দরী বধূ।
প্রকৃতি নদী সমুদ্র পাহাড়
বৈচিত্র্যের এক অপূর্ব বাহার
গরুমারা চালসা ধূপঝোরা
সর্বত্রই সবুজ ভাণ্ডারে ভরা
ভরা বর্ষায় তীর্থ দর্শন?
জঙ্গলে দেখুন বর্ষা প্লাবন।।

Latest article