প্রতিবেদন : একদিকে প্রশাসনকে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনা, তার সঙ্গে নিট কেলেঙ্কারিতে বিজেপির যুবনেতা শেখর যাদবের প্রত্যক্ষ যোগাযোগ প্রকাশ্যে আসা, নিট কেলেঙ্কারিতে এই জোড়া ফলায় এখন বিদ্ধ বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের মুখ লুকানোর জায়গা নেই। না খাউঙ্গা না খানে দুঙ্গা স্লোগান তোলা প্রধানমন্ত্রীও চুপ এই হিমালয়-সমান নিট দুর্নীতি নিয়ে। কথায় কথায় বিরোধীদের পিছনে ইডি-সিবিআই লাগিয়ে দেওয়ার যে বদভ্যাস তৈরি করেছেন মোদি-শাহ, এত বড় নিট কেলেঙ্কারির পরেও এজেন্সির কোনও মুভমেন্ট এখনও পর্যন্ত কেউ দেখেনি।
আরও পড়ুন-দিনের কবিতা
মঙ্গলবার সুপ্রিম কোর্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)কে ভর্ৎসনা করে বলে কোনও ভুল হয়ে থাকলে আগে স্বীকার করুন তারপর অন্য কথা। দোষীদের শাস্তি দিন। এদিকে নিট কেলেঙ্কারির সঙ্গে বিজেপির প্রত্যক্ষ যোগ আরও স্পষ্ট হয়েছে। হরিয়ানার একটি পরীক্ষাকেন্দ্র থেকে ৬ জন শীর্ষস্থানে উঠে এসেছে। এর ফলে গোটা প্রক্রিয়াটি নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তদন্তে প্রকাশ বিজেপির যুবনেতার কোচিং সেন্টারে যুক্ত থাকা ওই ৬ জন শীর্ষস্থানে রয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি নিয়ে সরব হয়েছেন বাকি পরীক্ষার্থী ও অভিভাবকরা। গোটা ঘটনা পরিষ্কার হতেই দেশ জুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিরোধীদের স্পষ্ট বক্তব্য, নিট কেলেঙ্কারি সব তথ্য প্রকাশ্যে আনতে হবে। এর প্রকৃত তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।