প্রতিবেদন: আচমকা গুলি চলল অযোধ্যার রামমন্দির চত্বরে। এই ঘটনায় মন্দিরের (Ram Mandir) নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সার্ভিস রাইফেল পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে জওয়ানের মৃত্যু হয়। বুধবার কাকভোরে ঘটনাটি ঘটেছে অযোধ্যার রাম মন্দিরে। সেখানেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২৫ বছর বয়সি শত্রুঘ্ন বিশ্বকর্মা নামের এক এসএসএফ জওয়ান। এদিন ভোর ভোর ৫টা ২৫ মিনিট নাগাদ রামমন্দির চত্বরে আচমকাই গুলি চলার শব্দ শুনতে পান নিরাপত্তারক্ষীরা। দৌড়ে গিয়ে তাঁরা দেখেন শত্রুঘ্ন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু, কী ভাবে তাঁর গুলি লাগল তা এখনও তা পুরোপুরি স্পষ্ট নয়। কোনওভাবে তাঁর নিজের বন্দুক থেকেই ভুলবশত গুলি চলে গিয়েছে কিনা তাও স্পষ্ট নয়। আত্মহত্যার জল্পনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। নিরাপত্তারক্ষীদের অনুমান, রামমন্দিরে (Ram Mandir) কর্তব্যরত ওই জওয়ান নিজের সার্ভিস রাইফেল পরিষ্কার করছিলেন। সে সময় ভুলবশত এই গুলি চলে গিয়ে থাকতে পারে। তবে রামমন্দিরে এই ঘটনা প্রথমবার নয়। গত মার্চে একইরকমভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন এক জওয়ান। গুরুতর আহত হয়েছিলেন এক জওয়ান। তখন তাঁকে সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অনুমান করা হয়, তিনি নিজের সার্ভিস রাইফেল একে-৪৭ পরিষ্কার করার সময় আচমকাই গুলি বেরিয়ে তাঁর বুকে লাগে। তবে তাঁকে টার্গেট করে গুলি চালানো হয়েছে কি না, তা নিয়ে অবশ্য সন্দেহ রয়ে যায়। এবারের ঘটনাতেও তদন্ত শুরু করেছে অযোধ্যা পুলিশ।
আরও পড়ুন- তাপমাত্রা ৫২ ডিগ্রি! মাত্র ক’দিনেই হজযাত্রীদের মৃত্যুমিছিল সৌদিতে