তামিলনাড়ুতে বিষ মদকাণ্ডে (Toxic Liquor) বেড়েই চলেছে মৃতের সংখ্যা। কাল্লাকুরিচি জেলায় বিষ মদ খেয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৭ জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৫৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ইতিমধ্যেই বিষমদকাণ্ডে পুলিসের হাতে গ্রেফতার এক জন এবং দু’জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন- বারাণসীতে মোদির কনভয়ে উড়ে এল চটি, চাঞ্চল্য সর্বত্র
কাল্লাকুরিচির জেলাশাসক অসুস্থদের দেখতে হাসপাতালে গিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির নির্দেশ দিয়ে জানিয়েছেন, ‘গোটা ঘটনায় হতবাক। বিষ মদকাণ্ডে (Toxic Liquor) যারা জড়িত,তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যে গাফিলতির দায়ে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি আরও বলেছেন, ‘জনসাধারণকে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। সমাজকে বিপথে চালিত করে এমন মানুষকে কড়া শাস্তির মুখে পড়তে হবে।’