বিজেপি (BJP) শাসিত রাজ্যের করুণ পরিস্থিতি প্রকাশ্যে। শিক্ষা যে কোনকালেই তাদের প্রাধান্য ছিল না এই নিয়ে দ্বিমত প্রকাশের জায়গা থাকছে না। সম্প্রতি মধ্যপ্রদেশের ধর জেলার ব্রহ্মকুণ্ডির একটি বিদ্যালয়ে ‘স্কুল চলো অভিযান’ কর্মসূচিতে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ বাক্যটি লিখতে পারলেন না খোদ কেন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুর। কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ প্রধান ওই অনুষ্ঠানে এদিন অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। একটি সাদা বোর্ডে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান লিখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর অবস্থা বেশ শোচনীয় হয়ে গেল। নিমেষের মধ্যেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রীয় মন্ত্রীর এমন অবস্থায় নিন্দায় সরব রাজনৈতিক মহল।
আরও পড়ুন-বাংলাদেশের এমপির দেহাংশ পেষা হয় গ্রাইন্ডারে, প্রকাশ্যে নয়া তথ্য
ভিডিয়োতে দেখা যায় দেবনাগরী ভাষায় ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ বাক্যটি লিখতে গিয়ে তিনি লিখে ফেললেন ‘বেটি পড়াও বাঁচাও’। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যান সেখানে উপস্থিত থাকা আধিকারিকরা। কোনমতে ভিডিও করা বন্ধ করা হয়। তার মানে এটাই দাঁড়ায় তিনি আদৌ জানেন না ঠিক কিসের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করছেন বা নিজের দফতরের নীতিবাক্য ঠিক কী। এরপরেই উঠে আসে মন্ত্রী সাবিত্রী ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন। নির্বাচনী হলফনামায়, সাবিত্রী ঠাকুর জানিয়েছিলেন তিনি দ্বাদশ উত্তীর্ণ। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে দ্বাদশ উত্তীর্ণ একজনকে বসানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না সংশ্লিষ্ট মহল।