প্রতিবেদন : সরকারি সম্পদের সঠিক ব্যবহার করে নাগরিক পরিষেবায় গতি আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে প্রত্যেক জেলার জেলাশাসক, মেয়র, বিভিন্ন দফতরের সচিব ও উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানদের একাধিক নির্দেশ ও পরামর্শ দিয়েছেন। এই বৈঠকে মুখ্যমন্ত্রী নাগরিক পরিষেবার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন। রাস্তা, জল, আলো— প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের যেন কোনও সমস্যা না থাকে তা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, জেলাশাসক এবং মেয়রদের দেখার নির্দেশ দেন। বর্ষা আসছে তাই রাস্তা নির্মাণের বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি (Mamata Banerjee) বলেন, সরকারি জমি দখল কোনওভাবেই রেয়াত করা হবে না। অভিযোগ পেলেই নিতে হবে ব্যবস্থা। সরকারি সম্পত্তি, বিদ্যুৎ অপচয় রুখতেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, বিধাননগর ও শিলিগুড়ির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা সারাই, জঞ্জাল সাফ, নিকাশি নালা পরিষ্কার-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিধাননগরে জঞ্জাল ফেলার সমস্য রয়েছে। ধাপায় দিনে দু’তিন বার সব জঞ্জাল নিয়ে গাড়িতে করে ফেলা হয়। কিন্তু সেখানেও স্থান শঙ্কুলান হচ্ছে না। যেহেতু বিধাননগর ও নিউটাউন একসঙ্গে জুড়ে রয়েছে তাই বিকল্প কোনও জায়গা জঞ্জাল ফেলার জন্য পাওয়া যায় কি না, আলোচনা হয়ে তা নিয়েও।