সংবাদদাতা, বাঁকুড়া : রাজ্যভিত্তিক পরীক্ষা নয়, একেবারে আন্তর্জাতিক স্তরে সাফল্যের শিরোনামে বিবেকানন্দ মডেল স্কুল। আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা ২০২৩-২৪-এ ৪১টি স্বর্ণপদক অর্জন করে নজির গড়ল বিবেকানন্দ মডেল স্কুল। বিবেকানন্দ মডেল স্কুলের ২৮ জন ছাত্রছাত্রী মোট ৪১টি স্বর্ণপদক লাভ করেছে সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের অলিম্পিয়াড ২০২৩-২৪ পরীক্ষায়। এই বছর বিবেকানন্দ মডেল স্কুলে ইন্টারন্যাশনাল জেনারেল নলেজ অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড, ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল স্যোশাল সায়েন্স অলিম্পিয়াড— এই পাঁচটি বিভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল।
আরও পড়ুন-জাতীয়স্তরে স্বর্ণপদক জয় আসানসোলের তিন কন্যার
প্রতিটি বিভাগেই ছাত্রছাত্রীরা গোল্ড মেডেল অফ এক্সেলেন্স লাভ করেছে। তার মধ্যে ইন্টারন্যাশনাল জেনারেল নলেজ অলিম্পিয়াডে বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সাহিদা খাতুন আন্তর্জাতিক স্তরে চতুর্থস্থান লাভ করেছে। আগামী দিনে ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক স্তরের এই পরীক্ষার প্রস্তুতির জন্য বিবেকানন্দ মডেল স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক শনিবার ফ্রি অলিম্পিয়াড কোচিং ক্লাসও শুরু করেছেন। এই বছর থেকে অন্য বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরাও এই কোচিংয়ে অংশগ্রহণ করতে পারবে। বিবেকানন্দ মডেল স্কুলের এই সাফল্য এবং আগামী দিনে যাতে সাফল্য আরও বেশি পরিমাণে আসে তার জন্য ফ্রিতে কোচিং ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষজন।