সংবাদদাতা, হুগলি : যাঁরা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাঁদের জন্য ভালবাসা, যাঁরা ভোট দেননি তাঁদের জন্য তিন ডবল ভালবাসা। যাঁরা আমাকে ভোট দেননি তাঁরা বুঝতেও পারেননি যে তৃণমূল এইভাবে জিতে যাবে। এখন মাথা চাপড়াচ্ছেন তাঁরা, যাঁরা লকেটকে ভোট দিয়েছেন। কিন্তু লকেট তো হেরে পালিয়ে গিয়েছে। তবে চিন্তা করবেন না আপনারা, আপনাদের জন্য রচনা বন্দ্যোপাধ্যায় আছেন। বৃহস্পতিবার রাজহাটে এক বিজয় সমাবেশে এসে এমন কথাই বললেন সদ্য দিদি নম্বর ওয়ান থেকে হুগলি নম্বর ওয়ান হওয়া রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-প্রশাসনে বড় রদবদল
তিনি বলেন, যাঁরা আমাকে ভোট দেয়নি তাদের কাজ আমি আগে করব। সদ্য ভোটে জিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রাজহাট সংহতি ময়দানে এসে সাধারণ মানুষের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়ে গেলেন। তিনি আরও বললেন, চুঁচুড়া বিধানসভার অনেক জায়গাতেই হয়তো আমরা কম ভোট পেয়েছি। তবে বিধায়ক অসিত মজুমদারের অক্লান্ত পরিশ্রমকেও কুর্নিশ জানাতে হবে। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত দোলুইগাছা হোটেল ধার থেকে এদিন লোকসভা নির্বাচনে জয়ী জোড়া প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস। বিকালে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ একসঙ্গে একই হুডখোলা গাড়িতে চেপে সকলকে অভিনন্দন জানান। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এছাড়াও ছিলেন সিঙ্গুর বিধানসভার প্রতিটি পঞ্চায়েত সমিতির সমিতির কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ অন্যান্য নেতৃবৃন্দ।