২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস (World Music Day)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “আজ বিশ্ব সঙ্গীত দিবসে (World Music Day) পৃথিবীর কোটি কোটি সঙ্গীতপ্রেমী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সঙ্গীতের সার্বজনীন ভাষাকে স্মরণ করার দিন। আমি সবসময়ই মনে করেছি, সঙ্গীতের কোনো ভৌগোলিক সীমানা হয় না। আবহমান কাল ধরে আমাদের হৃদয়ে এর স্থান। সঙ্গীতের ঝংকারেই মূর্ত হয় শান্তি, ভালোবাসা ও সম্প্রীতি। আমি যখন গান লিখি এবং সুর সৃষ্টি করি, তখন আমি বাংলার সেই চিরায়ত আত্মার সঙ্গেই সংযুক্ত বোধ করি, যার শ্রেষ্ঠ প্রকাশ সঙ্গীতে।
আমার একটা গানে যেমন বলেছি –
ঝংকার, তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো
তোমার সুরের অগ্নিবীণায় বাজো তুমি বাজো।
আমি ভালোবাসি গান
সুরের মাঝে তুফান
বাজো বাজো অগ্নিবীণায়
সাজাও সুর তানপুরায়।
সঙ্গীতের মাঝেই হোক তব জয়
সুরঝংকারে নেই কোনো ভয়।
খরা বন্যা হবেই হবে
তানপুরাটা রবে নীরবে।
ভুলো না কখনো ভুলো না
তালের মাঝে বেতাল এনো না
গুল্ম হাতের কাছে
এসোগো নতুন সাজে
তোমায় কি ভোলা যায়? যায় না
তুমি যে আছো সুরের মাঝে
তোমার মনের অন্তরালে
তোমার হাসির আবাহনে
দোলাও তোমার বীণা স্বপ্নজালে
সৌরভ জাগুক তোমার সুরে ও তালে
তোমার বীণার তালে তালে
অনেক দুঃখ যাই যে ভুলে
মনে হয় বেঁচে আছি
তুমিও তো বেঁচে আছো?
এটাই বেঁচে থাকার মন্ত্র
সুর হোক জীবনের যন্ত্র।
আমার লেখা এই গানটা আমার সুরেই বাবুল সুপ্রিয় গেয়েছে। আজকের এই বিশেষ দিনে আমি গানটি সবার শোনার জন্য দিলাম।”
বিশ্ব সঙ্গীত দিবস
আজ বিশ্ব সঙ্গীত দিবসে পৃথিবীর কোটি কোটি সঙ্গীতপ্রেমী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সঙ্গীতের সার্বজনীন ভাষাকে স্মরণ করার দিন।
আমি সবসময়ই মনে করেছি, সঙ্গীতের কোনো ভৌগোলিক সীমানা হয় না। আবহমান কাল ধরে আমাদের হৃদয়ে এর স্থান। সঙ্গীতের… pic.twitter.com/Kdo0CS2Lp8
— Mamata Banerjee (@MamataOfficial) June 21, 2024