প্রতিবেদন : নিট কেলেঙ্কারিতে জড়িত বিহারের বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী? প্রশ্ন ফাঁসের মাস্টারমাইন্ড অমিত আনন্দকে গ্রেফতারের পর এই প্রশ্ন আরও বেশি করে সামনে আসছে। নেটের প্রশ্ন ফাঁসে ধৃত অমিত আনন্দকে সংবর্ধনা দিচ্ছেন বিহারের উপমুখ্যমন্ত্রী, সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল সম্রাট চৌধুরীর তরফে। নিট কেলেঙ্কারি সামনে আসার পর সেই ছবি সরিয়ে ফেলা হয়েছে। ষড়যন্ত্র করে তেজস্বী যাদবকে জড়াতে গিয়ে এভাবে বিপাকে পড়বে বিজেপি তা নিজেরাও বোধহয় ভাবতেও পারেনি।
আরও পড়ুন-জমির জবরদখল রুখতে হল কমিটি নির্দেশ সব থানাকে
শুক্রবার আরজেডি শুধু সোশ্যাল মিডিয়ায় নিট কেলেঙ্কারি নায়ক অমিত আনন্দের সঙ্গে বিজেপির উপমুখ্যমন্ত্রীর ছবি দিয়েই ক্ষান্ত হয়নি। সাংবাদিকদের সামনে আরজেডি নেতারা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বিজেপির পর্দা ফাঁস করে তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখন সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত অমিত আনন্দের সঙ্গে ছবি ডিলিট করে কোনও লাভ হবে না। সেই ছবি এখন জ্বলজ্বল করছে আরজেডির এক্স হ্যান্ডেলে। আরজেডির বক্তব্য, এই ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে নিট কেলেঙ্কারির সঙ্গে বিজেপির তাবড় নেতা-মন্ত্রীরা জড়িত। কোটি কোটি টাকা নিট কেলেঙ্কারির কাটমানি তাঁদের পকেটেও ঢুকেছে। এখন বেশজুড়ে হইচই হতে নিজেদের পিঠ বাঁচাতে বিরোধী পক্ষের নেতাদের জড়ানোর মরিয়া চেষ্টায় রয়েছে বিজেপির ধুরন্ধররা। কিন্তু সেসবে পাত্তা না দিয়ে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে বিরোধীরা। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে যুবসমাজ। এই ক্ষোভের আগ্নেয়গিরি থেকে এক্ষুনি বাঁচার কোনও রাস্তা খুঁজে পাচ্ছে না বিজেপি। তাই যেন তেন প্রকারেণ এখন বিরোধীদের জড়িয়ে নিজেদের পাপ থাকতে চাইছে তারা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তদন্ত চলবে। কিন্তু কাউন্সেলিং বন্ধ হবে না।