সংবাদদাতা, মাহেশ : মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব এবার ৬২৮ বর্ষে। রথযাত্রার দিনগোনা শুরু হল স্নানযাত্রার মধ্যে দিয়ে। ৪৭ বছর পর মোক্ষযোগে হচ্ছে স্নানযাত্রা। সকাল সাড়ে পাঁচটায় জগন্নাথদেবকে বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬টা ২০ থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব। স্নানপিঁড়ি মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে।
আরও পড়ুন-সরকারি আনুকূল্যে সুদিন ফিরেছে ডোকরা শিল্পীদের
রীতি অনুযায়ী স্নানমঞ্চে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। বিশ্বাস, অত দুধ-গঙ্গাজলে স্নান করে তিন দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা-শুশ্রূষার পর কবিরাজের পাঁচন খেয়ে তাঁরা সুস্থ হন। রথের দিন তিন দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। অন্য বছর স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবার মোক্ষযোগ পড়ায় দিনভর স্নানমঞ্চেই রাখা হবে ভক্তদের দর্শনের জন্য। দিনভর পুজো, ভোগ নিবেদন হবে। সেজন্য স্নানমঞ্চে এবং মাঠে ম্যারাপ বাঁধা হয়েছে।