‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-নিট-নেট দুর্নীতি, বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সরব টিএমসিপি
বাতাসী
বাতাসী হাওয়ায়
বাতাসী লুপ-এর ঠান্ডা শীতল গন্ধ
মন চলে আজ মেঘ-মল্লারে
গান-এ আসে ছন্দ।
মেঘ এসেছে মাটির কোলে
মায়ের কোলে, শাড়ির আঁচলে
মন হিল্লোলে
জন কল্লোলে।
ফার গাছের ছায়ার আঁচলে
মেঘ ছুটে এল তিস্তার কোলে
আমাদের গাড়ির অন্দরে
ঢাকলো মোদের মেঘ-চাদরে…
ধাক্কা খেলো মেঘ, গাছের আড়ালে,
রাস্তার কুয়াশায় জল হয়ে পড়ল ঝরে,
ঘুম এসে গেল ঘুম-এর কোলে
রাস্তা ঢেকে গেল, কুয়াশার আদরে।
ঢেউ-এর কুটুম্বিতা চলেছে রাস্তা জুড়ে
পাহাড়ি চক ঘুরছে রাস্তাকে ঘিরে।
পাহাড়ি কন্যার এই প্রকৃতি আঁচল
কাঞ্চনজঙ্ঘায় রৌদ্র, বৃষ্টি, জল…
অর্কিড-এর পাতায় বিশ্বাস-এর নিঃশ্বাস,
শান্তির পৃথিবীর ছোট্ট আশ্বাস…
আমাদের ঠিকানা এখন মেঘের আড়ালে,
পথের দিশা, মেঘের মাঝারে…
পাহাড় ঘেরা শান্তির পৃথিবী
খুঁজে-খোঁজো স্বপ্নের চাবি।।