সংবাদদাতা, নদিয়া : বিধানসভার উপনির্বাচনের (Bidhansabha) দিন যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারে জোর দিচ্ছেন রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। রবিবার সকালে কালীমন্দিরে পুজো দিয়ে রানাঘাট দক্ষিণ বিধানসভার বৈদ্যপুর ১ নম্বর অঞ্চলে ভোটপ্রচার শুরু করেন। মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। শোনেন তাঁদের অভাব অভিযোগ। প্রসঙ্গত, ২০২১-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রায় ১৭ হাজারের বেশি ভোটে বিজেপির টিকিটে জেতেন মুকুটমণি। কিন্ত সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে হারেন তিনি। বিজেপি থেকে তৃণমূলে আসার পর মুকুটমণিই ফের এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন-কাতারের মুন টাওয়ার এবার হুগলির জিরাটে
তাঁর নাম দলের তরফে ঘোষণা হওয়ার পর থেকেই সময় নষ্ট করেননি তিনি। প্রথমেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে করেন বৈঠক। এরপর কীভাবে রণকৌশল তৈরি করতে হবে তা নিয়ে বিশেষ আলোচনা সেরে নেন। তারপর থেকেই এই বিধানসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার শুরু করে দেন। রাজনৈতিক মহলের মতে, এই কেন্দ্রে বিজেপি হেভিওয়েট প্রার্থী দিতে পারেনি। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিজের জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল প্রার্থী মুকুটমণি। তিনি বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। সকলে মিলে অতীতের তিক্ততা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি। মানুষ বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন তা অন্য কোনও দলের কেউ আগে কখনও করেনি। তাই জয়ের বিষয়ে আমি আশাবাদী।