একসঙ্গে মোদি-মালিয়া! ঋণখেলাপির ছেলের বিয়েতে হাজির পলাতক

Must read

বিয়ে সারলেন ঋণখেলাপি ব্যবসায়ী বিজয় মালিয়ার (Vijay Mallya) ছেলে সিদ্ধার্থ মালিয়া। প্রেমিকা জসমিনের সঙ্গে ক্রিশ্চান রীতি মেনে ইংল্যান্ডে বিয়ের পিড়িতে বসেছেন সিদ্ধার্থ। ছেলের বিয়ে আর বাবা না থাকলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে কীভাবে! সেই অনুষ্ঠানেই দেখা মিলল দুই পলাতকের- বিজয় মালিয়া এবং পলাতক ললিত মোদির।

আরও পড়ুন- ডবল ইঞ্জিন! নিট-নেটের পর এবার যোগীরাজ্যে সরকারি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ

কোটি কোটি টাকা প্রতারণার দায়ে অভিযুক্ত মালিয়া গ্রেফতারি এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন। ছেলের বিয়েতে খোশমেজাজেই দেখা গিয়েছে মালিয়াকে (Vijay Mallya)। এক সময় বিপুল সম্পত্তির মালিক ছিলেন বিজয়। আইপিএলে আরসিবি দলটি তিনিই প্রথম কিনেছিলেন। ২০০৫ সালে তিনি কিংফিশার এয়ারলাইন্স স্থাপন করলেও ২০১২ সালে মাত্রাতিরিক্ত ঋণের কারণে বন্ধ হয়ে যায়। সরকার এবং বিভিন্ন ব্যাঙ্কের থেকে আর্থিক সাহায্য নিয়েছিলেন বিজয় মালিয়া। কোটি কোটি টাকা শোধ না করেই ২০১৬ সালে বিদেশে পালিয়ে যান মালিয়া। ভারত সরকার একাধিক চেষ্টা করলেও এখনও পর্যন্ত তাঁকে দেশে ফেরানো সম্ভব হয়নি। তবে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি এবং সিবিআই।

আইপিএল ২০১০ সালের পরপরই বিসিসিআই থেকে বরখাস্ত করা হয়েছিল ললিত মোদিকে। তাঁর লেনদেনে অসততা এবং আর্থিক অনিয়মের অভিযোগে ললিতকে বরখাস্ত করা হয়। বিসিসিআই-এর অভিযোগ, এই ব্যবসায়ী আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে থাকাকালীন ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে ৭৫৩ কোটি টাকা প্রতারণা করেছেন।

 

Latest article