প্রতিবেদন : টানা তিন বছর কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং মঙ্গলবার নতুন মরশুমে প্রথম ম্যাচ খেলতে নামছে। ঘরোয়া লিগের প্রথম ম্যাচে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ উয়াড়ি। টানা চারবার ঘরোয়া লিগ জয়ের লক্ষ্যে অভিযান শুরু করছে গতবারের আই লিগ জয়ী দল। আইএফএ কলকাতা লিগের জমজমাট উদ্বোধনের ব্যবস্থা করেছে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সঙ্গীত পরিবেশন করবেন জিৎ গাঙ্গুলি।
আরও পড়ুন-সারোগেসির ক্ষেত্রেও এবার মাতৃত্বকালীন ছুটি
বিদেশিহীন কলকাতা লিগের জন্য পুরনো ও নতুনদের নিয়ে দল গড়েছে মহামেডান। কোচিং করাবেন ক্লাবের ইয়ুথ ডেভেলপমেন্ট টিমের কোচ হাকিম সেনগেনডো। রুশ হেড কোচ আন্দ্রে চেরনিশভ দায়িত্ব নেবেন ডুরান্ড কাপ থেকে।
লিগের প্রস্তুতির মধ্যেই ডুরান্ড, আইএসএল, সুপার কাপের জন্য আফ্রিকান স্ট্রাইকার সিজার লোবি মানজোকিকে সই করাল মহামেডান। ৬ ফুট ২ ইঞ্চির স্ট্রাইকার চাইনিজ সুপার লিগে খেলেছেন। কঙ্গো ও সেন্ট্রাল আফ্রিকা প্রজাতন্ত্রের হয়েও আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন সিজার।
আরও পড়ুন-বাংলার জল বিক্রি করে দিলে রাজ্য জুড়ে আন্দোলন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী
লিগ শুরুর আগে মাত্র তিন-চার দিন অনুশীলন করার সুযোগ পেয়েছে মহামেডান। তাতে অবশ্য চিন্তিত নন কোচ হাকিম। লিগের জন্য তন্ময় ঘোষ, দীপু হালদার ও জেমস সিংকে অধিনায়ক নির্বাচন করেছে মহামেডান। এদিন নতুন মরশুমের জার্সিও উদ্বোধন হল ক্লাবে।