প্রতিবেদন : মা-মাটি-মানুষকে সম্মান জানিয়ে, নিজের মাতৃভাষাকে সম্মান জানিয়ে সংসদে বাংলাতেই শপথ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূল সাংসদরা শপথ নেন। এদিন সকলেই শপথগ্রহণে ছিলেন। মেয়ে সোনাক্ষীর বিয়েতে ব্যস্ত থাকায় আসতে পারেননি আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এদিন সকাল থেকেই একে একে সংসদে জড়ো হন তৃণমূল (TMC) সাংসদরা। সংসদ চত্বরে একযোগে সকলে মিলিত হওয়ার পর তাঁরা ভিতরে যান। তার আগে সাংবাদিকরা তাঁদের প্রতিক্রিয়া চাইলে স্পিকার নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদরা যখন সিঁড়িতে দাঁড়িয়ে তখন ঢুকতে দেখা যায় রাহুল গান্ধীকে। দু’তরফেই সৌজন্য বিনিময় হয়। সোমবার তৃণমূলের (TMC) কোনও সাংসদই শপথ নেননি। এনডিএ সরকারের নিট-নেট দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ মিছিল করেন তাঁরা। সঙ্গে ছিলেন ইন্ডিয়ার জোট শরিকরাও। শপথপর্ব শেষে অধিবেশনের শুরুতেই সরকারকে চেপে ধরবে তৃণমূল।
আরও পড়ুন- রেভান্নার বিরুদ্ধে দায়ের যৌন নির্যাতনের চতুর্থ মামলা! নাম জড়ালো প্রাক্তন বিধায়কেরও