মঙ্গলবার বিকালে হঠাৎ আগুন লাগে কলকাতার বড়বাজারের (Burrabazar) মেহতা বিল্ডিংয়ে (Mehta Building)। খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে যায়। জানা যাচ্ছে, বিল্ডিংয়ে ওষুধের বেশ কিছু পাইকারি দোকান রয়েছে। মুহূর্তের মধ্যেই এলাকা কালো ধোঁয়াতে ছেয়ে যায়। দমকল আগুন নেভানোর চেষ্টা করছে তবে ঘটনার ফলে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। সূত্রের খবর, মেহতা বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে। বড় কোন ক্ষতি এড়াতে নীচের দোকানগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই বহুতলে নানা ধরনের দোকান রয়েছে।
আরও পড়ুন-ব্রিটানিয়া কোম্পানি বাংলাতেই, বিজেপিকে নিশানা করে প্রতিবাদ সাগরিকার
দমকল আসার আগে ব্যবসায়ীরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এই এলাকার খুব কাছেই রয়েছে বাগরি মার্কেট। তাই গুরুতর বিপদ এড়াতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ ও দমকল। খবর পাওয়া মাত্রই দমকল মন্ত্রী সুজিত বসু দ্রুত ঘটনাস্থলে যান। তিন তলায় এসি থেকেই এমন বিপত্তি বলে মনে করা হচ্ছে। পাশেই কেমিক্যালের গোডাউন তাই আগুন ছড়িয়ে পড়লে হাত বড় বিপদ। কোন রাসায়নিক থেকে এমন ঘটনা হতে পারে সেই সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘিঞ্জি এলাকা বলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সমস্যা হচ্ছে দমকলবাহিনীর। এই মাসজুড়েই কলকাতায় আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। এই নিয়ে গত ১৪ দিনে চারবার আগুন লাগল তিলোত্তমায়। কসবার অ্য়াক্রোপলিস মলে আগুন লাগার ঘটনা এখনো চোখে ভাসছে সকলের। ব্যাঙ্কশাল কোর্টের পেছনে আগুন লাগার ঘটনাও বেশ আতঙ্ক সৃষ্টি করেছিল।