‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-হকাররা শত্রু নন, তবে নিয়ম মানতে হবে
শীর্ষে
আজ বসন্তের সেরা পঞ্চমীতে
ছাত্র-যৌবন এসো নতুন স্রোতে।
ভেঙে ফেলো বাঁধন ও বাধা বিঘ্ন
ব্যর্থ হতাশাকে করোগো ছিন্ন।
এগিয়ে চলো সব বিশ্ব পানে
জয় করে নাও সব সত্য সাধনে।
উদ্ভাসিত হোক তব প্রাণের জ্যোতি
ভুলে যাও গ্লানি, আনো কাজের গতি।
নতুন আবাহনে, নতুন চিন্তনে
আরাধনা হোক তব গীতবিতানে।
অগ্নিবীণার সব দহন দানে
পবিত্র হোক তব আনন্দ নিকেতনে।
উদ্বেলিত হোক তব নবজাগরণ
ধরণীর ধূলিতে ওড়াও বিজয় কেতন।
তোমরাই পারবে, তোমরা ছাত্র যৌবন
নবান্নতে আসুক ধন-ধান্য প্লাবন।
সতী-সাবিত্রী-সীতা-দময়ন্তী
অহল্যা সব আর দেবী ভগবতী।
সারদা মা আর মোদের মাদার
তারা যে মোদের উপাসনার দুয়ার।
ভুখা মরি, তবু ভিখ মাগি নাকো
নব প্রজন্ম আমাদের দেখো।
যৌবন চলে যে অসাধ্য সাধনে
আর ছাত্রজীবন তো সাবমেরিন পানে।
তবে কীসের ভাবনা? কীসের যাতনা
উন্নত শিরে জাগাও জীবন বন্দনা।
মরুভূমির বুকে বৃক্ষ হয়ে যাও
আর হিমালয়ের বুকে চ্যালেঞ্জ জানাও।
কোনও বাঁধন যেন পিছু না টানে
চলো, চলো যাই অজানার সন্ধানে।
জাগবে তোমরা, পারবে তোমরা, জয় করবে বিশ্ব
অচিরেই দেখবে আমাদের যৌবন সফলতার শীর্ষ।।