প্রতিবেদন : বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। পুরনো পদ পূরণের পাশাপশি প্রকল্প ও পরিষেবায় গতি আনতে নতুন নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এরকম ৫০০-র বেশি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্র দফতর, প্রাণিসম্পদ বিকাশ দফতর, শিক্ষা দফতর মিলিয়ে মোট ৫৫২টি নতুন পদ তৈরি করা হয়েছে। জানা গেছে, স্বরাষ্ট্র দফতরে ১০০টি নতুন পদ তৈরির ব্যাপারে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রাণিসম্পদ বিকাশ দফতরের বিভিন্ন স্তরে ২৭০টি পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি স্কুলে ৩৫ জন শিক্ষক নিয়োগ করা হবে। লোকসভা নির্বাচনের পরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে প্রথমবার বৈঠকে বসে রাজ্য মন্ত্রিসভা (West Bengal Cabinet)। সেখানে কর্মসংস্থানের প্রতি আন্তরিক মুখ্যমন্ত্রী বিশেষ নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়া রথযাত্রা এবং মহরমকে সামনে রেখে রাজ্যে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে হবে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে খবর নবান্ন সূত্রে।
আরও পড়ুন: স্পিকার নির্বাচনে অনিয়ম নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়