সংবাদদাতা, হাওড়া: পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের চেষ্টা করছিল রেল। এবার সেই অপচেষ্টাই রুখে দিলেন হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি কৈলাস মিশ্র। বালির ২৭ নম্বর ওয়ার্ডে লিলুয়া রেল কলোনি এলাকায় প্রায় ৬০-৭০ বছর ধরে বসবাসকারী কয়েকশো পরিবারকে উচ্ছেদ করতে তৎপর হয়েছিল রেল। বুধবার বিশাল আরপিএফ বাহিনী নিয়ে রেলকর্তারা ওই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে। কিন্তু সেখানে পৌঁছোতেই স্থানীয়দের সঙ্গে নিয়ে রুখে দাঁড়ান যুব তৃণমূলের নেতা কৈলাস মিশ্র। তাঁর সঙ্গে ছিলেন বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। এলাকাবাসীদের নিয়ে প্রতিবাদে শামিল হন তৃণমূল নেতৃত্ব। আরপিএফ অফিসারদের সামনে চলে তীব্র প্রতিবাদ আন্দোলন। কৈলাস মিশ্র বলেন, এই এলাকার বাসিন্দারা ৩-৪ পুরুষ ধরে এখানে বসবাস করছেন। প্রত্যেকের বৈধ পরিচয়পত্র রয়েছে। তা সত্ত্বেও রেল কোনওরকম পুনর্বাসন না দিয়ে তাঁদের উচ্ছেদ করছিল।