গায়ানা, ২৬ জুন : ভারতের সুবিধের কথা মাথায় রেখেই টি-২০ বিশ্বকাপের সূচি তৈরি করা হয়েছে। সেমিফাইনালের আগে আইসিসিকে (ICC)একযোগে তোপ দাগল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।
প্রসঙ্গত, বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও, দ্বিতীয় সেমিফাইনালের কোনও অতিরিক্ত দিন রাখা হয়নি। ওই ম্যাচে গায়ানায় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মারা। এদিকে, স্থানীয় আবহাওয়া দপ্তরের খবর, বৃহস্পতিবার গায়ানাতে বৃষ্টির সম্ভাবনা ৮৮ শতাংশ! যে মাঠে খেলা, তার নিকাশি ব্যবস্থাও খুব একটা ভাল নয়। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর ম্যাচ ভেস্তে গেলে সুবিধে ভারতেরই। কারণ সুপার এইটে নিজেদের গ্রুপের শীর্ষ ছিলেন রোহিতরা। সেখানে ইংল্যান্ড ছিল নিজেদের গ্রুপের দ্বিতীয় স্থানে। ফলে ম্যাচ না হলে, সরাসরি ফাইনালে উঠে যাবে ভারত।
আরও পড়ুন- করাচির রাস্তায় ২৩টি মৃতদেহ, বাড়ছে রহস্য
এই সূচি নিয়ে বেজায় চটেছে ব্রিটিশ মিডিয়া। তাদের দাবি, পরিকল্পনা অনুযায়ী ভারতকে দ্বিতীয় সেমিফাইনালে রাখা হয়েছে। ভারতীয় দর্শকরা যাতে টিভির পর্দায় রাত ৮টায় খেলা দেখতে পারেন, তাই এমন ব্যবস্থা। আইসিসি ভারতের বাজার থেকে মোটা অঙ্কের অর্থ তুলছে টিভি সম্প্রচারের মাধ্যমে। তাই ভারতকে বাড়তি সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে। প্রায় একই অভিযোগ তুলেছে অস্ট্রেলীয় মিডিয়াও। তাদের দাবি বিসিসিআইয়ের চাপের কাছে নতিস্বীকার করেছে আইসিসি (ICC)। অন্যদিকে, আইসিসির দাবি, বিশ্বকাপ ফাইনাল হবে শনিবার (২৯ জুন)। সেমিফাইনালে জয়ী দু’টি দলকেই ব্রিজটাউনে যেতে হবে ফাইনাল খেলার জন্য। তাই শুক্রবার (২৮ জুন) কোনও ম্যাচ রাখা হয়নি।
এদিকে, বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬টায় প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। বিশ্বকাপের আসরে একাধিকবার সেমিফাইনালে হারের নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে, প্রথমবার কোনও বিশ্বকাপ সেমিফাইনাল খেলবে আফগানিস্তান। আফগানদের কোচ জোনাথন ট্রটের বক্তব্য, ‘‘দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে হারের ইতিহাস রয়েছে। আমাদের তেমন কোনও ইতিহাস নেই। তাই ওরাই চাপে থাকবে।’’