প্রতিবেদন: লোকসভার নতুন অধ্যক্ষ ওম বিড়লাকে কড়াবার্তা দিল তৃণমূল কংগ্রেস। আগের সংসদে তাঁর ভুলত্রুটির কথা বুধবার স্মরণ করিয়ে দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে নতুন অধ্যক্ষকে ভুল শুধরে নেওয়ার পরামর্শ দেন তিনি। বিশেষ করে একইদিনে ১৫০ জন সাংসদকে সাসপেন্ড এবং কোনও আলোচনা এবং মতবিনিময় ছাড়াই আইন পাশ করিয়ে নেওয়ার মতো অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিয়ে এদিন সতর্কবার্তা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। একইসঙ্গে নতুন অধ্যক্ষকে অভিনন্দনও জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বদলায়নি কিছুই, সংসদে এখনও সেই স্বৈরতন্ত্রের ছায়া
জাতির স্বার্থে অষ্টাদশ লোকসভা যাতে মসৃণভাবে চলতে দেওয়া হয় তার জন্য অধ্যক্ষকে অনুরোধ জানান লোকসভার তৃণমূল দলনেতা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স-হ্যান্ডেলে জানানো হয়েছে একথা। এদিকে এদিন ওম বিড়লাকে বিশেষবার্তা দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। বিরোধীদের কণ্ঠস্বর যাতে রোধ করা না হয়, সেই বার্তাই দিলেন তিনি। নতুন অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, আশা করি হাউসে মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে দেওয়া হবে বিরোধীদের।
অন্যদিকে, ডেপুটি স্পিকার পদে প্রার্থী দেওয়ার কথা জানিয়ে খুব শীঘ্রই অধ্যক্ষকে চিঠি দিচ্ছে ইন্ডিয়া। তবে তৃণমূল জানিয়ে দিয়েছে, তারা কোনও প্রার্থী দেবে না। সমর্থন করবে ইন্ডিয়া জোটের প্রার্থীকেই।