প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে অভিষেক মরশুমেই সবাইকে চমকে দিয়েদিল ডায়মন্ড হারবার এফসি। তিন প্রধানের সঙ্গে সমানতালে টক্কর দিয়ে শেষ পর্যন্ত তিন নম্বরে শেষ করেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। বৃহস্পতিবার নতুন মরশুমে মাঠে নামছে ডায়মন্ডহারবার। বিধাননগর মিউনিসিপ্যাল গ্রাউন্ডে বিকেল তিনটেয় প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব।
আরও পড়ুন-লোকসভার ভোট স্পষ্ট বার্তা দিয়েছে, ভারত হিন্দু রাষ্ট্র হোক চাইছেন না দেশবাসী, বললেন অমর্ত্য
ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। তাঁর বক্তব্য, ‘‘যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। তবে আমরা জয় দিয়ে লিগ শুরু করতে চাই। ইউনাইটেড শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমার ফুটবলাররা চ্যালেঞ্জ নিতে তৈরি। আশা করি, এই মরশুমটা আমাদের জন্য ভালই কাটবে।’’
আরও পড়ুন-৩ দিনের সিবিআই হেফাজত আদালতে অসুস্থ হয়ে পড়লেন কেজরিওয়াল
গত মরশুমের দলের জবি জাস্টিন, রাহুল পাসোয়ান, অভিষেক দাস, তুহিন শিকদার, নরহরি শ্রেষ্ঠাদের সঙ্গে এবার জাতীয় দলের প্রাক্তন স্টপার রাজু গায়কোয়াড়কে সই করিয়েছে ডায়মন্ডহারবার। এছাড়াও স্থানীয় এবং ভিনরাজ্যের একাধিক ফুটবলার যোগ দিয়েছেন দলে। কলকাতা লিগে এবার ৯০ মিনিট চারজন ভূমিপুত্রকে মাঠে রাখা বাধ্যতামূলক করেছে আইএফএ। তাই কিবু প্র্যাকটিসে বিভিন্ন টিম কম্বিনেশন পরখ করে নিচ্ছেন। গতবার অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল। এবার লিগ চ্যাম্পিয়ন হওয়াকেই পাখির চোখ করছেন স্প্যানিশ কোচ। কিবুর সহকারী দেবরাজ চট্টোপাধ্যায় বলছেন, ‘‘আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। দলে অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার মিশ্রণ রয়েছে। লিগ চ্যাম্পিয়ন হতে গেলে কঠিন পরিস্থিতি সামলে এগোতে হবে। ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। ইউনাইটেড সেট টিম। ওদের ফুটবলাররা সারা বছর একসঙ্গে খেলে। তবে আমারও তৈরি।’’