জর্জটাউন, ২৬ জুন : একগুচ্ছ বিতর্ক সঙ্গে নিয়ে গায়ানাতে এসেছে ভারতীয় দল। বিতর্কের এই ধুয়ো তুলেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মিডিয়া। ভারত-ইংল্যান্ড ম্যাচে কোনও রিজার্ভ ডে নেই। কিন্তু আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেটা রয়েছে। অভিযোগ, টিভি অডিয়েন্সের কথা মাথায় রেখে আইসিসি এটা করেছে। বকলমে ভারতকে ফাইনালে তোলার চেষ্টা। ভারতের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেলে রোহিতরা সরাসরি ফাইনালে চলে যাবেন সুপার এইটে সবার উপরে থাকার জন্য।
আরও পড়ুন-নয়া অধ্যক্ষকে কড়া বার্তা সুদীপের
গায়ানায় এখন বর্ষা চলছে। ফলে বৃষ্টির কথা আসছে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবারের বিশ্বকাপে বৃষ্টি বারবার ঝামেলা পাকিয়েছে। ম্যাচ বাতিল হয়েছে। এই আবহে ভারত-ইংল্যান্ড ম্যাচেও আবহাওয়ার খোঁজখবর চলছে। ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলি ২০২২-এর ম্যাচের কথা টেনে আনছেন। সেই ম্যাচে ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল। তবে রোহিতের নেতৃত্বে ভারতীয় দল অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে। মইন যাই আশা করুন, ২০২২-এর ঘটনা এখন ঘটা কঠিন।
তাছাড়া ইংল্যান্ড ২০১০-এর পর আর কোনও ম্যাচ খেলেনি প্রভিডেন্স স্টেডিয়ামে। বৃহস্পতিবার এখানেই হবে ভারত-ইংল্যান্ড ম্যাচ। বর্তমান ইংল্যান্ড দলের একমাত্র সদস্য হিসাবে ক্রিস জর্ডন এই মাঠে দু’বার সিপিএলের ম্যাচ খেলেছেন। ভারতের জন্য কিছুটা সুবিধা এইজন্য যে, ২০১৯-এ জুনিয়রদের নিয়ে গড়া একটা দল এখানে খেলে গিয়েছিল। অস্ট্রেলিয়াকে রোহিতরা হারানোর পর মইন বলেছেন, ওদের খুব শক্তিশালী দেখাচ্ছে। ঠিক ৫০ ওভারের বিশ্বকাপের মতো।
আরও পড়ুন-প্রিমিয়ার লিগে আজ নামছে ডায়মন্ড হারবার, কিবুর দলের সামনে ইউনাইটেড
অস্ট্রেলিয়া ম্যাচে রোহিত ৯২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে ভারতের জয়ের রাস্তা গড়ে দিয়েছিলেন। যা নিয়ে মইন বলেছেন, রোহিত হল বিশ্বমানের ক্রিকেটার। আর ভারত টুর্নামেন্টে অসাধারণ খেলছে। ওরা সবদিক কভার করে খেলছে। আমাদের তাই সেরা ক্রিকেট খেলতে হবে। ইংল্যান্ড অবশ্য গ্রুপ স্টেজে এমন খেলেছে যে সেখান থেকেই বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এই দল তারপর ঘুরে দাঁড়িয়েছে। জস বাটলার আগের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়েছেন। সেমিফাইনালেও তুলেছেন।
এই বাটলার আর অ্যালেক্স হেলসই ১৯ মাস আগে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিলেন। অ্যাডিলেডের সেই ম্যাচ এখন ইংল্যান্ড শিবিরকে তাতাচ্ছে। তবে ঘটনা হল, রোহিত রান পেয়ে যাওয়ার পর টপ অর্ডার নিয়ে চাপ যেমন কেটেছে, তেমনই অস্ট্রেলিয়া ম্যাচে মিডল অর্ডারও রান পেয়েছে। এতে ইংল্যান্ডের জন্য বার্তা থাকছে এইরকম, কেউ না কেউ ঠিক রান করে দেবে। আর রোহিত বলেছেন, পঞ্চাশ বা একশো নয়, তাঁর লক্ষ্য ভাল ক্রিকেট ও জয়।
আরও পড়ুন-পাহাড়ি গ্রাম কোলাখাম
ইংল্যান্ড ব্যাটিংয়ে বাটলার ও হ্যারি ব্রুক বড় চ্যালেঞ্জ। কিন্তু বুমরা যে মেজাজে আছেন, তাতে বিপক্ষের সব ব্যাটারকেই সমঝে চলতে হচ্ছে এখন। অর্শদীপও ডেথ ওভারে বিপজ্জনক বোলিং করছেন। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাস্টার স্ট্রোক হল কুলদীপকে নিয়ে আসা। কুলদীপ মিডল ওভারে এসে উইকেট নিয়ে যাচ্ছেন। উল্টোদিকে, জর্ডনকে নিয়েও সাবধানে থাকতে হবে। আগের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছেন। আদিল রশিদও নিজের সেরা ফর্মে ফিরেছেন। তাঁর গুগলি ধরাই যাচ্ছে না।