পাকিস্তানের (Pakistan heatwave) দক্ষিণাঞ্চলে হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। তাপপ্রবাহের জেরে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। পাকিস্তানের দ্য ইদি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, সাধারণত করাচিতে প্রতিদিন ৩০ থেকে ৪০ জনের মৃতদেহ নিয়ে মর্গে যায় তারা। কিন্তু গত ৬ দিনে তারা ৫৬৮টি মৃতদেহ নিয়ে গিয়েছে, এর মধ্যে শুধু মঙ্গলবারই ছিল ১৪১টি। তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত কিছু যানা যায়নি।
এদিকে করাচি সিভিল হাসপাতাল জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত ২৬৭ জন মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত (Pakistan heatwave) হয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানিয়েছেন, এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ পরিস্থিতি নেপালে, বন্যা-ধসে মৃত ১৪
আরও এক চিকিৎসকের কথায়, গরমের জেরে অসুস্থ হয়ে যারা হাসপাতালে আসছেন, তাদের বেশিরভাগই বয়স ৬০-৭০ বছর। যদিও কয়েকজন ছিলেন যারা ৪৫ বছর বয়সি, আর দু’জনের বয়স ছিলো বছর কুড়ির কাছাকাছি। যারা হাসপাতালে আসছেন তাদের সাধারণত লক্ষণ, বমি, ডায়রিয়া ও তীব্র জ্বর।