প্রতিবেদন: শিক্ষাক্ষেত্রে দেশের বৃহত্তম কেলেঙ্কারি নিয়ে সংসদের দুই কক্ষেই আলোচনা চান তৃণমূল-সহ বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা। এজন্য নিট কেলেঙ্কারি (NEET Scam) ইস্যুতে আলোচনার দাবিতে শুক্রবার লোকসভা ও রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব আনা হবে। গুরুত্বপূর্ণ এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতিও চান সাংসদরা। ডাক্তারির সর্বভারতীয় ভর্তির পরীক্ষা নিট নিয়ে এবছর একের পর এক অনিয়ম ও দুর্নীতি প্রকাশ্যে আসছে। মোদিরাজ্য গুজরাতের পাশাপাশি বিজেপি শাসিত বিহার ও মহারাষ্ট্রেও নিট কেলেঙ্কারির (NEET Scam) শিকড় গভীরে পৌঁছেছে। অসংখ্য অনিয়মের তথ্য পাওয়া যাচ্ছে। সিবিআই তদন্তে প্রাথমিকভাবে যে সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তা শিক্ষা দুর্নীতির হিমশৈলের চূড়া বলে মত বিশেষজ্ঞদের। তাই সময় নষ্ট না করে শুক্রবার সংসদে নিট কেলেঙ্কারি নিয়ে মোদি সরকারের জবাব চাইবেন বিরোধী সাংসদরা। মুলতুবি প্রস্তাব খারিজ হয়ে গেলে সভার ভিতরেই তীব্র প্রতিবাদ জানানো হবে। ঘটনাচক্রে বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণেও উঠে আসে নিটের অনিয়মের প্রসঙ্গ। এদিকে বৃহস্পতিবার সংসদের দুই কক্ষের বিএ কমিটির বৈঠকে আলোচনার জন্য রাজ্যসভায় ২১ ঘণ্টা এবং লোকসভায় প্রায় ১৬ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে। এদিন ইন্ডিয়ার সদস্যদের ঘরোয়া বৈঠকে লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচন নিয়েও কথা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ডেপুটি স্পিকার পদে দল কোনও প্রার্থী না দিলেও ইন্ডিয়ার শরিক দলের প্রার্থীকে সমর্থন করা হবে। আলোচনা ও সহমতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করার উপর গুরুত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বাংলা-সহ রাজ্যগুলিকে কেন্দ্রের বঞ্চনা, সিবিআই-ইডি ব্যবহার করে বিরোধীদের হেনস্থা, নিট কেলেঙ্কারি নিয়ে এবার রাজ্যসভায় বিস্তারিত আলোচনা করবেন তাঁরা। এছাড়া আগামী সোমবার সংসদে গান্ধীমূর্তি চত্বরে মোদি সরকারের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ
দেখাবে তৃণমূল-সহ ইন্ডিয়ার
শরিক দলগুলি। একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী ও অন্যান্য নেতা-মন্ত্রীদের কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে গ্রেফতারির প্রতিবাদ জানাবেন বিরোধী সাংসদরা।
আরও পড়ুন- স্বচ্ছ ভারত মিশন প্রকল্প : রাজ্যকে ৮৬০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের