প্রতিবেদন: ভারতে ধর্মীয় স্বাধীনতার বর্তমান পরিস্থিতি নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র (America)। বুধবার রাতে মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন স্টেট ডিপার্টমেন্টের ২০২৩ সালের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে তিনি বলেছেন, ভারতে সংখ্যালঘু গোষ্ঠীর মানুষদের প্রতি ঘৃণাত্মক বক্তব্য, ধর্মান্তর বিরোধী আইন, বাড়িঘর এবং উপাসনালয় ভেঙে ফেলার ক্ষেত্রে ‘উদ্বেগজনক বৃদ্ধি’ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি মার্কিন প্রশাসনের এই শীর্ষকর্তা ইহুদি এবং মুসলিম উভয় সম্প্রদায়ের
বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ধর্মান্ধতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
আরও পড়ুন- নিট কেলেঙ্কারি: সংসদে আজ আলোচনার দাবি, দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব
উল্লেখ্য, বিশ্বের ২০০টি দেশের অভ্যন্তরে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি খতিয়ে দেখে প্রতি বছর ‘রিলিজিয়াস ফ্রিডম’ রিপোর্ট প্রকাশ করে আমেরিকার (America) স্টেট ডিপার্টমেন্ট। মার্কিন বিদেশসচিব ব্লিঙ্কেন এই বিষয় সম্পর্কে বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করে বলেছেন, গাজা ভূখণ্ডে যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রেও ইহুদি-বিদ্বেষ এবং ইসলামোফোবিয়া তীব্রভাবে বাড়ছে। মার্কিন প্রতিবেদনে সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলার ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে। এর মধ্যে হত্যা ও হামলা এবং সংখ্যালঘুদের উপাসনালয় ভাঙচুর করার মতো ঘটনা রয়েছে।
এদিকে ভারতে ধর্মীয় স্বাধীনতার বর্তমান পরিস্থিতির জন্য মার্কিন রাষ্ট্রদূত রাশেদ হুসেন ভারতীয় পুলিশের ‘ত্রুটিপূর্ণ’ মানসিকতা ও নিষ্ক্রিয়তাকে দুষেছেন। গত বছর ভারত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ধর্মীয় স্বাধীনতা রিপোর্ট, ২০২২ প্রত্যাখ্যান করে। ভারতের অভিযোগ ছিল, এটি ‘ভুল তথ্য এবং ত্রুটিপূর্ণ বোঝাপড়ার’ উপর ভিত্তি করে তৈরি। মার্কিন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনে নিয়েও তাদের পর্যালোচনায় আপত্তি জানায় নয়াদিল্লি।