প্রতিবেদন : তীর্থ করে আর বাড়ি ফেরা হল না। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে তীর্থযাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় মৃত্যু হল ১৩ জনের। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ৪ জন। শুক্রবার ভোররাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে গুণ্ডেনহল্লি মোড়ে (Karnataka Accident)। পুলিশসূত্রে জানা গিয়েছে, বাসে মোট ১৭ জন যাত্রী ছিলেন। সকলেই শিবমোগগা এলাকার বাসিন্দা। তীর্থে গিয়েছিলেন বেলগাবি জেলায়। বেলগাবি থেকে শিবমোগগায় ফেরার পথে শুক্রবার ভোর ৩টে ৪৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল ট্রাকটি। তীর্থযাত্রীবোঝাই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পিছন থেকে ধাক্কা মারে ট্রাকটিকে (Karnataka Accident)। মৃত্যু হয় ১৩ জনের। প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় মানুষের। প্রথমে তাঁরাই এসে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারের কাজে। উপস্থিত হন পুলিশ এবং দমকলকর্মীরাও। ৪ জনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে।
আরও পড়ুন- হেমন্ত সোরেনের জামিন, স্বাগত জানালেন তৃণমূল সুপ্রিমো