ফ্লোরিডা, ২৮ জুন : কানাডা ও চিলিকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রবিবার ভোরে গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিরুদ্ধে খেলবে লিওনেল স্কালোনির দল। তার আগে বিশ্ব চ্যাম্পিয়নদের দুশ্চিন্তা বাড়িয়েছে অধিনায়ক লিওনেল মেসির কুঁচকির চোট। জানা গিয়েছে, চোট গুরুতর না হলেও নক আউটের আগে কোনও ঝুঁকি নিচ্ছে না আর্জেন্টিনা। পেরু ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। তবে কোয়ার্টার ফাইনালেও অনিশ্চিত তিনি।
আরও পড়ুন-
শনিবার মেসির চোটের কিছু পরীক্ষা হয়েছে। তবে মেডিক্যাল রিপোর্ট সামনে আসেনি। আর্জেন্টিনা টিম সূত্র শুধু নিশ্চিত করেছে, পেরুর বিরুদ্ধে মেসিকে খেলানো হবে না। শিবির ছেড়ে মায়ামির বাড়ি ফিরেছেন এলএম টেন। শনিবার ফের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মেসির।
এদিকে শনিবার ফের মাঠে নামছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। কোস্টারিকার বিরুদ্ধে ছন্নছাড়া ফুটবল খেলে ড্র করার পর চাপে ডোরিভাল জুনিয়রের দল। প্রথম ম্যাচ হেরে শুরু করা প্যারাগুয়ের বিরুদ্ধে জিততে না পারলে শেষ আটের অঙ্ক কঠিন হবে ব্রাজিলের কাছে। গ্রুপের শেষ ম্যাচটা আবার ভিনিসিয়াসদের খেলতে হবে শক্তিশালী কলম্বিয়ার বিরুদ্ধে। ৯ বারের কোপাজয়ী ব্রাজিল একটা পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করছেন কোচ ডোরিভাল। প্যারাগুয়ে ম্যাচের আগে তিনি বলেছেন, ‘‘একটা দল রাতারাতি তৈরি করা যায় না। ধৈর্য ধরতে হবে। আমরা ঠিক পথেই এগোচ্ছি। প্রথম ম্যাচে আমরাই ভাল খেলেছি। জেতা উচিত ছিল আমাদের।’’