প্রতিবেদন : শহরের ফুটপাথ হকারদের নিয়ে চলছে সমীক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৫ সদস্যের হাইপাওয়ার কমিটির তত্ত্বাবধানে একমাসের মধ্যেই শেষ করতে হবে এই সমীক্ষা। তাই শনিবারও এসপ্ল্যানেড ও নিউমার্কেট চত্বরে ফুটপাথ হকারদের নিয়ে সমীক্ষা করেন কলকাতা পুরসভা ও পুলিশের আধিকারিকরা। ফুটপাথ দখলমুক্তির পাশাপাশি হকারদের সঙ্গে কথা বলে তাঁদের দিয়ে একটি ফর্ম পূরণ করিয়ে সার্ভে চলছে। শহরের কোথায় কত ফুটপাথ হকার (Kolkata hawkers) রয়েছেন, তাঁদের বাসস্থান কোথায়, কতদিন ধরে শহরের রাস্তায় হকারি করছেন, সেইসব বিষয়ে জানতেই এই সমীক্ষা করা হচ্ছে। হকারদের (Kolkata hawkers) জন্য পুরসভার সাফ বার্তা, নির্দিষ্ট নিয়মবিধি মেনে প্রত্যেক হকারের জন্য বরাদ্দ ৩ ফুট বাই ৫ ফুট জায়গাতেই হকারি করতে হবে।
আরও পড়ুন- যৌন নিগ্রহের পর নির্যাতিতার মুখ বন্ধ রাখতে টাকা দেন ইয়েদুরাপ্পা! বলছে চার্জশিট