‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-গোলাবারুদ-সহ জালে বিজেপি নেতা
অসহিষ্ণু
কেন এত ভাবনায় খরা?
কেন বা চিন্তা এত দীর্ণ
কোথায় বিবেক স্তব্ধ ফানুস
আবেগ কেন এত জীর্ণ?
বিভেদের কঙ্কালিতলায়
কেন শুয়ে এত বিভোর?
তবে কি দর্শনে অশনিসংকেত
সংকীর্ণ জীবন ভোর?
কেন এত মুখে লাগামহীন কথা,
কেনই বা এত ক্ষমতাদম্ভ?
অহঙ্কারের স্বর্ণকাতানে
অসহিষ্ণুতার স্তম্ভ।
ঔদ্ধত্যর তো কূলকিনারা নেই
না আছে ভাবনাশক্তি
ক্ষমতার সূর্যোদয়ে
অক্ষমতার শক্তি
রন্ধ্রে রন্ধ্রে বিনাশভক্তি।
হঠাৎ করে গজিয়ে ওঠা
অন্ধকারাচ্ছন্ন তালগাছ
এক পায়ে দাঁড়িয়ে বড় অহং
ঝরে পড়বে, হবে নাশ।
সহনশীলতার সহনগহনে
দুর্ভিক্ষের মহামারী,
ব্রেনটাতে শুধু মরুভূমি
মরুবৃক্ষের হুড়োহুড়ি।
চাপিয়ে দেওয়া ও চাপিয়ে যাবার
যাতনার যাতনা,
লঙ্কাকাণ্ডের লবডঙ্কা
কোন সীমানা মানে না।
দেবতারা নাকি তাদের member
অধিকারও দেবে তারা।
ধর্মশক্তি অচলায়তনে জরা
সর্বধর্মে নেমেছে খাড়া।
অধিকার গ্রাসে—
গ্রাসাচ্ছদন করবে কারা?
সেটাও ঠিক করবেন তাঁরা?
অসহিষ্ণুতা অসহায় বড়
সহিষ্ণু হও ধরা।